সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন একজন বাঙালি: রাধানাথ শিকদার
1831 সালের কথা। ভারতের সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট একজন ত্রিকোণোমিতিতে পারদর্শী গণিতজ্ঞের খোঁজ করছিলেন। তৎকালীন হিন্দু কলেজের গণিতের অধ্যক্ষ লিটলার তাকে তার প্রিয় ছাত্র রাধানাথ শিকদারের কথা বলেন। মাত্র 19 বছর বয়সে রাধানাথ Great Trigonometric Survey তে যোগদান করেন, যাদের কাজ ছিল ভারতে বিভিন্ন উচু পর্বত শৃঙ্গ গুলির উচ্চতা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাপ করা ও সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তা নির্ধারণ করা । কিছুদিন বাদে রাধানাথ কে দেরাদুনে পাঠানো হয় এবং সেখানে তিনি geodetic survey তে পারদর্শিতা অর্জন করেন। গতানুগতিক পদ্ধতি ছাড়াও তিনি নিজে গণনার কিছু পদ্ধতি আবিষ্কার করেন। দক্ষিণ ভারতের বিভিন্ন শৃঙ্গ গুলি পর্যবেক্ষণ করার পর survey team উত্তর ভারতে এসে পৌঁছায়। হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ গুলি সঠিক ভাবে পর্যবেক্ষণ করার জন্য survey team নেপালে যেতে চায়। কিন্তু নেপাল থেকে অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে ভারতের তরাই অঞ্চল থেকে পর্যবেক্ষণ চালানো হয়। ইতিমধ্যে সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট অবসর নেওয়ায় তাঁর জায়গায় আসেন অ্যন্ড্রু স্কট ওয়া। 1851 সালে তিনি রাধনাথকে পর্যবেক্ষণে...