শুনুন ধর্মাবতার: নাথুরাম গডসে
গান্ধীজিকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। তিনি দেশদ্রোহী ছিলেন না দেশপ্রেমিক সে বিষয়ে আমি বিতর্ক বাড়াতে চাইনা। তবে একজন শিক্ষিত যুবক হয়েও কেন জাতির জনককে হত্যা করেছিলেন নাথুরাম? কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের সপক্ষেে কি সওয়াল করেছিলেন তিনি? তা হয়ত আমাদের অনেকেরই অজানা। কারণ আদালতে উপস্থিিত যে সমস্ত সাংবাদিকেরাাা নাথুরামের সেই জবানবন্দী
নোট করেছিলেন, তাদের সেসব নোটপত্র ছিরে ফেলেন কর্তব্যরত পুলিশ অফিসারেরা । পরবর্তিকালে নাথুরামের জবানবন্দী ও তার উদ্দেশ্য নিয়ে বই লেখেন নাথুরাম এর ভাই গোপাল গডসে, যার বাংলা অনুবাদ করেন নীরদবরণ হাজরা 'শুনুন ধর্মাবতার' নামে। কিন্তু সরকার সে বই নিষিদ্ধ করে দেওয়ায় এটি খোলা বাজারে দুষ্প্রাপ্য। প্রায় তিন বছর অনুসন্ধান চালানোর পর একটি পুরনো বইয়ের দোকানে আমি পেয়ে যাই বইটির একটা কপি। তাই সকলের সুবিধার্থে থাকে বইটির পিডিএফ বানিয়ে আপলোড করছি। উৎসাহী ব্যাক্তিরা বই টি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে পড়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হতে হবে না। এবং মনের অনেক ভ্রান্ত ধারণাও দূর হবে। বইটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে:

অনেক ধন্যবাদ । আমার কাছেও ছিল বইটি । কিন্তু এখন আর পাচ্ছি না। এটি পেয়ে ভালো লাগলো খুব ই
ReplyDeleteThanks
ReplyDelete