রিটায়ার্ড
#রিটায়ার্ড লেখায়: অয়ন দাস অবসর... কথাটি এখন আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ, আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ। আজ থেকে প্রায় দু বছর আগেকার কথা বিদায় সম্বর্ধনা অজস্র উপহার ও কিছু সহকর্মীর চোখের জলের মাঝে অবসর গ্রহণ করেছিলাম আমি। কেমন ছিল আমার সেই অনুভূতি, সে শুধু জানি আমি আর অন্তর্যামী। মনে পড়ে পরদিন সকালে, অভ্যাসবশত আমি কলেজ আসার জন্য তৈরি হচ্ছিলাম। আমার আদরের নাতনি আমায় বলেছিল "দাদু, আজও তোমার কোলে যাওয়া নেই তুমি তো এখন রিটায়ার্ড।" বুকটা মুচড়ে উঠেছিল আমার... সত্যিই তো, আমি আজ রিটায়ার্ড। প্রায় ত্রিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা কম হয়নি। কমেনি শিক্ষাদানের উৎসাহ ও। একজন শিক্ষকের জীবনে এটাই তো সেরা সময়। তবুও আমার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল, বার্ধক্যের তকমা। বলা হয়েছিল, "হেথা হতে যাও পুরাতন এখানে নূতনের খেলা আরম্ভ হইয়াছে।" ভাবতে খুব খারাপ লেগেছিল আর কখনো ক্লাসরুমে ছাত্র দের মাঝে গিয়ে দাঁড়াবো না.... তিল তিল করে গড়ে তোলা এই physics lab আর কখনো প্রাক্টিক্যাল ক্লাস করাবোনা সেখানে। অফ পিরিয়ড এ কোনো ছাত্র এসে বলবে না ...