Posts

Showing posts from April, 2018

সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন একজন বাঙালি: রাধানাথ শিকদার

Image
1831 সালের কথা। ভারতের সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট একজন ত্রিকোণোমিতিতে পারদর্শী গণিতজ্ঞের খোঁজ করছিলেন। তৎকালীন হিন্দু কলেজের গণিতের অধ্যক্ষ লিটলার তাকে তার প্রিয় ছাত্র রাধানাথ শিকদারের কথা বলেন। মাত্র 19 বছর বয়সে রাধানাথ Great Trigonometric Survey তে  যোগদান করেন, যাদের কাজ ছিল ভারতে বিভিন্ন উচু পর্বত শৃঙ্গ গুলির উচ্চতা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাপ করা ও সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তা নির্ধারণ করা । কিছুদিন বাদে রাধানাথ কে দেরাদুনে পাঠানো হয় এবং সেখানে তিনি geodetic survey  তে পারদর্শিতা অর্জন করেন। গতানুগতিক পদ্ধতি ছাড়াও তিনি নিজে গণনার কিছু পদ্ধতি আবিষ্কার করেন। দক্ষিণ ভারতের বিভিন্ন শৃঙ্গ গুলি পর্যবেক্ষণ করার পর survey team উত্তর ভারতে এসে পৌঁছায়। হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ গুলি সঠিক ভাবে পর্যবেক্ষণ করার জন্য survey team নেপালে যেতে চায়। কিন্তু  নেপাল থেকে অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে ভারতের তরাই অঞ্চল থেকে পর্যবেক্ষণ চালানো হয়। ইতিমধ্যে সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট অবসর নেওয়ায় তাঁর জায়গায় আসেন অ‍্যন্ড্রু স্কট ওয়া। 1851 সালে তিনি রাধনাথকে পর্যবেক্ষণে...

শুনুন ধর্মাবতার: নাথুরাম গডসে

Image
গান্ধীজিকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। তিনি দেশদ্রোহী ছিলেন না দেশপ্রেমিক সে বিষয়ে আমি বিতর্ক বাড়াতে চাইনা। তবে একজন শিক্ষিত যুবক হয়েও কেন জাতির জনককে হত্যা করেছিলেন নাথুরাম? কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের সপক্ষেে কি সওয়াল করেছিলেন তিনি? তা হয়ত আমাদের অনেকেরই অজানা। কারণ আদালতে উপস্থিিত যে সমস্ত সাংবাদিকেরাাা নাথুরামের সেই জবানবন্দী  নোট করেছিলেন, তাদের সেসব নোটপত্র ছিরে ফেলেন কর্তব্যরত পুলিশ অফিসারেরা । পরবর্তিকালে নাথুরামের জবানবন্দী ও তার উদ্দেশ্য নিয়ে বই লেখেন নাথুরাম এর ভাই গোপাল গডসে, যার বাংলা অনুবাদ করেন নীরদবরণ হাজরা 'শুনুন ধর্মাবতার' নামে। কিন্তু সরকার সে বই নিষিদ্ধ করে দেওয়ায় এটি খোলা বাজারে দুষ্প্রাপ্য। প্রায় তিন বছর অনুসন্ধান চালানোর পর একটি পুরনো বইয়ের দোকানে আমি পেয়ে যাই বইটির একটা কপি। তাই সকলের সুবিধার্থে থাকে বইটির পিডিএফ বানিয়ে আপলোড করছি। উৎসাহী ব্যাক্তিরা বই টি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে পড়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হতে হবে না। এবং মনের অনেক ভ্রান্ত ধারণাও দূর হবে। বইটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে: