মাত্র দশ বছর বয়সী প্রফেসর হামাদ সাফি

মাত্র দশ বছর বয়সী একজন প্রফেসর, পড়াচ্ছেন তার প্রায় দ্বিগুন বয়সী ছাত্র-ছাত্রী দের। অবাক হচ্ছেন? এ কাহিনী পাকিস্তানের হামাদ সাফি ( Hammad Safi ) এর। দশ বছর বয়সে যেখানে সব বাচ্চারা নিজেদের শৈশবে ডুবে থাকে, সেখানে হামাদ সাফি, পাকিস্তানের বিস্ময় বালক  এক প্রাইভেট ইংলিশ ইউনিভার্সিটির প্রফেসর। এছারাও সে একজন মোটিভেশনাল স্পীকার।  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে বক্তব্য রাখে। হামাদ সাফি'র জীবনের আদর্শ পাকিস্তানের বিশিষ্ট সাহিত্যিক আলামা ইকবাল। তার কথায় পাকিস্তানে প্রতিভার অভাব নেই। সে সারা দুনিয়া কে দেখাতে চায় পাকিস্তান কেবল সন্ত্রাসবাদীদের দেশ নয়।
হামাদ সাফির সম্বন্ধে আরও জানতে দেখুন---
হামাদ সাফির ফেসবুক প্রোফাইল: https://m.facebook.com/SKPHead/
হামাদ সাফির ইউটিউব চ্যানেল: https://youtu.be/C8ymG--cClI
ভাল লাগলে সাবস্ক্রাইব করুন আমার ব্লগ

Comments

Post a Comment

Popular posts from this blog

শুনুন ধর্মাবতার: নাথুরাম গডসে

সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন একজন বাঙালি: রাধানাথ শিকদার

সিদ্দি: ভারতে বসবাসকারী এক অচেনা অজানা আফ্রিকান উপজাতি