কিছু ভারতীয় নারীর আকাশ ছোয়ার কাহিনী
প্রত্যেকের মনেই থাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন। কিন্তু কজনই বা সেটা সফল করতেে পারেন? বিশেয করে তিনি যদি হন একজন মহিলা তবে কাজটা একটু বেশিই কঠিন হয়ে পরে। তবে আমাদের দেশ এ এমন অনেক মহিলা আছেন যারা পিতৃতান্ত্রিক সমাজের ঘেরাটোপ থেকে বেরিয়ে নিজেদের স্বপ্নকে সত্যি করে তুলেছেন, ডানা মেলছেন উন্মুক্ত আকাশে। আসুন জেনে নেই এমনই কয়েকজন ভারতীয় মহিলার কাহিনী- ১) সরলা ঠাকরাল সরলা ঠাকরাল ছিলেন ভারতবর্ষে প্রথম মহিলা পাইলট। ১৯৩৬ সালে মাত্র কুড়ি বছর বয়সে তিনি লাইসেন্স পান এবং একটি জিপসি মথ প্লেন উড়িয়ে নিজের যাত্রা শুরু করেন। ২) দূর্বা ব্যানার্জি দূর্বা ব্যানার্জি হলেন ভারতের প্রথম মহিলা commercial pilot । 1956 সালে তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্স এর পাইলট হন। ৩) হরিতা কউর দেওয়াল হরিতা ক উর দেওয়াল হলেন ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা পাইলট। ১৯৯৪ সালের ২য় সেপ্টেম্বর তিনি প্রথম Avro HS 748 প্লেন উড়ান। ৪) অভানি চতুর্বেদি, মোহনা সিং, ভাবনা কান্থ অভানি চতুর্বেদি, মোহনা সিং, ভাবনা কান্থ হলেন ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা fighter pilot। ১৮ই জুন ২০১৬তে তারা ভারতীয় বায়ুসেনার যোগদান করেন। ৫...